টালিউডের জনপ্রিয় মুখ এনা সাহা অনেক দিন ধরেই বড়পর্দা থেকে দূরে। ওয়েবের দুনিয়াতেও নেই তার তেমন উপস্থিতি। প্রযোজক হিসেবে ব্যস্ত থাকলেও দর্শকের কৌতূহল এনা কোথায়? এরই মধ্যে দুর্গাপূজার জমজমাট আবহে হঠাৎ দেখা মিলল অভিনেত্রীর এক রহস্যময় পুরুষ সঙ্গীর সঙ্গে। আর তাতেই জল্পনার ঝড় টালিগঞ্জ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, প্রথমবারের মতো এক চেনা অভিনেতার সঙ্গেই পোজ় দিতে দেখা যায় এনাকে। তিনি আর কেউ নন টালিউডের পরিচিত মুখ ঈশান মজুমদার।প্রথমবার এনার সঙ্গে জুটিতে দেখা গেল তাকে। কখনও পাঞ্জাবী, ধুতিতে ঈশান। তার সঙ্গে মিলিয়ে তেমনই সাবেকি সাজে এনা। দুর্গাপূজার বিশেষ ফটোশুট। সেখানে সাবেরিয়ানার ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক। পূজার বিভিন্ন সাজে ধরা দিলেন এনা এবং ঈশান।এনার সঙ্গে এটাই ঈশানের প্রথম কাজ। এর আগে তারা কোনও কাজ করেননি একসঙ্গে।এ বিষয়ে ঈশান বলেন,...