৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকতেই এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। নির্বাচনী প্রচার বন্ধের ঘোষণায় রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে নিউইয়র্কের নির্বাচনী ছবি হঠাৎই বদলে গেছে এবং প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় এরিক অ্যাডামস জানান, তার ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমের একের পর এক জল্পনা এবং নিউইয়র্ক নগরের ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের পক্ষ থেকে পাবলিক ম্যাচিং তহবিল না দেওয়ায় তার নির্বাচনী প্রচার কার্যকরভাবে ব্যাহত হয়েছে। তিনি বলেন, “আমি আমার পুনর্নির্বাচনের প্রচার চালিয়ে যেতে পারব না।” এরিকের নির্বাচনী প্রত্যাহারের ফলে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান দলের প্রার্থী কার্টিস স্লিওয়ারের...