চাঁদ সবসময়ই মানুষের কাছে রহস্যময় ও আকর্ষণীয়। কখনো রক্তিম লাল, কখনো আবার স্বাভাবিকের চেয়ে অনেক বড় ও উজ্জ্বল হয়ে ওঠে এই আকাশমণি। এমনই এক বিশেষ দৃশ্য হলোসুপারমুন, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে। সবশেষ সুপারমুন দেখা গিয়েছিল ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর। এবার আবারও সেই বিরল দৃশ্য দেখা যাবেআগামী ৬ অক্টোবর। এদিন চাঁদ আকারে বড় এবং উজ্জ্বল হয়ে উঠবে। বিশেষ করে চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকবে, তখন সেটি আরও বিশাল ও আলোকোজ্জ্বল মনে হবে। জ্যোতির্বিদরা একেহারভেস্ট মুননামে চিহ্নিত করেন। হারভেস্ট মুন সাধারণত উত্তর গোলার্ধে শরৎকালের শুরুতে দেখা যায়। এ বছর ৬ অক্টোবরের পর ৭ অক্টোবরও সুপারমুন উপভোগ করা যাবে। সে সময় দিগন্তের কাছাকাছি অবস্থান নেওয়ার কারণে চাঁদ সোনালী-কমলা আভায় ঝলমল করবে, যা আকাশে এক অপূর্ব দৃশ্য তৈরি করবে। এই...