নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ও আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে দিতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এখন থেকে বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে—সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।” সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে সাকিবের দেওয়া একটি ফেসবুক শুভেচ্ছা বার্তা ঘিরে শুরু হয় সমালোচনা। এরপর থেকে ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে। আসিফ মাহমুদের দাবি,“সাকিব মুখে বললেও তিনি রাজনীতিতে নেই—এটা সত্য নয়। তিনি...