খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে ২৮ সেপ্টেম্বরের ঘটনায় নিহত তিন পাহাড়ি যুবকের লাশ গতকাল সোমবার রাত সাড়ে দশটায় পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। লাশ হস্তান্তরের পর রাতেই শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করেছে। নিহত থোয়াইচিং মারমা (২৫)-কে বটতলাপাড়ায়, আখ্র মারমা (২৪)-কে সাইংগুলিপাড়ায় এবং আথুই প্রু মারমা (২৬)-কে লিচু বাগানে দাহ করা হয়। নিহত তিনজনেরই বাড়ি গুইমারা উপজেলার ২নং হাফছড়ি...