গাজা পরিস্থিতি নতুন এক সন্ধিক্ষণে এসে হাজির হয়েছে। যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফার একটি পরিকল্পনা হাজির করেছেন। যে পরিকল্পনার মধ্য দিয়ে বলা হচ্ছে গাজা যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে, কিন্তু গাজাকে যেভাবে সাজানো বা পুনর্গঠনের কথা বলা হচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ইসরায়েল ট্রাম্পের এ পরিকল্পনায় রাজি। এখন সিদ্ধান্তের অপেক্ষা হামাসের। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটির সামনে আরেকটি বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে। ট্রাম্প ও নেতানিয়াহুকে কতটা বিশ্বাস করা যায়? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি যে পরিসংখ্যান, তা জাতিসংঘ স্বীকৃত এবং নিয়মিতভাবে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনগুলোয় নিয়মিত উদ্ধৃত হয়। সেই পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজার উপর চালিয়ে আসা ইসরায়েলি আগ্রাসনের আজ ৭২৪ তম দিনে এসে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬৫,০০০। এই শতাব্দীর সবচে'...