৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় আবারও ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। এতে সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার মানুষ বিপন্ন হয়ে পড়েছে। বিশেষ করে সদর উপজেলার ডিক্রিচড় ইউনিয়নের তিন-চারটি ওয়ার্ড ও নর্থচ্যানেল ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। সদরপুরে দুই হাজার বিঘার বেশি ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। চরভদ্রাসনের একটি ইউনিয়ন বাদে বাকি সব ইউনিয়নই পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। অন্যদিকে মধুখালি উপজেলার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজ এলাকার প্রায় দুই শতাধিক বিঘা জমি গত এক বছরে মধুমতীর ভাঙনে বিলীন হয়েছে। আলফাডাঙ্গার টিটা এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবারও নদীভাঙনে নিঃস্ব হয়ে গেছে। নদীভাঙন থেকে রক্ষা পেতে অনেকে ৪-৫ বার পর্যন্ত...