৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ এএম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরে গড়ে উঠেছে একটি চোরাকারবারী সিন্ডিকেট। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমিন। তারা বলেন, এ বন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। আমদানি করা পণ্যের উপর সরকার প্রতি বছর প্রায় এক হাজার দুইশত কোটি টাকা আদায় করে থাকে রাজস্ব।দেশের বিভিন্ন প্রান্তের আমদানি-রপ্তানিকারকসহ জেলার আমদানি-রপ্তানিকারকরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। কিন্তু সীমান্তের দুই পাশ সোনামসজিদ স্থলবন্দর ও মহদিপুর স্থলবন্দরে একটি সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে চোরাকারবারী। এ সিন্ডিকেট বৈধ পথ অবলম্বন করে ভারতীয় ট্রাক চালকদের যোগসাজশে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকের ভেতর...