টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়ল নেপাল।সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ১৯ রানে হারিয়ে সোমবার দ্বিতীয়টিতে ৯০ রানের জয় পেয়েছে তারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে এশিয়ার দেশটি। ২-০তে এগিয়ে থাকা নেপাল সিরিজের শেষ ম্যাচে একই ভেন্যুতে মঙ্গলবার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। শারজায় টসে জিতে নেপাল আগে ব্যাটে নেমে ৬ উইকেটে ১৭৪ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়দের। নেপালের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার আসিফ শেখ সর্বোচ্চ ৪৭ বলে ৬৮ রানের একটি ইনিংস খেলেন। অপরাজিত ইনিংসটি ৮ চার ও ২ ছক্কায় সাজান। গুলশান ঝা খেলেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। তিন চার ও পাঁচ ছক্কা মারেন তিনি। ক্যারিবীয়রা ১৭৪ রানের লক্ষে নেমে তিন ওভার থাকতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে। ৮৩ রানে থামে...