খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আপাদত শান্ত রয়েছে । জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার খাগড়াছড়ি সেনা নিবাসে প্রশাসন ও জেলার সুশীল সমাজের সাথে মত বিনিময় করছেন । তবে খাগড়াছড়িতে প্রশাসনের জারী করা ১৪৪ ধারা খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারা উপজেলায় এখনো বলবত আছে। খাগড়াছড়ির দু টি সড়কে বাদে ৪র্থ দিনের মতো টানা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ফলে জেলার আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল করছেনা। দূর পাল্লার বাস গুলো সীমিত আকারে চলাচল করছে । ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ্য কোচ গুলো নিরাপদে খাগড়াছড়ি পৌছেছে ।শহর, শহরতলীতে সীমিতভাবে ইজিবাইক ও মটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গত, সোমবার বেলা ১২টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল ঘোষনা করেছে অবরোধ আহবানকারী জুম্ম...