মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন একটি গাজা শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে অবশ্যই এই প্রস্তাব মেনে নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ হবে। এর অংশ হিসেবে হামাসকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও নিহত বলে ধারণা করা আরও দুই ডজনের বেশি জিম্মির মরদেহ ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে শত শত আটক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। হামাসের কোনোভাবেই গাজা শাসন ব্যবস্থায় ভূমিকা থাকবে না। বিদ্যমান যুদ্ধরেখা স্থগিত থাকবে, ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে আসবে। হামাসকে অস্ত্র জমা দিতে হবে এবং টানেল ও অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করতে হবে। প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে ইসরায়েল। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে...