দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। এ সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই সাবেক বিচারপতির আর্থিক দৈন্যদশা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন। তিনি জানান, এক বছরের বেশি সময় ধরে কারাবন্দী বিচারপতি মানিক মামলা পরিচালনার খরচ চালাতে পারছেন না। আইনজীবীর ফি দিতে না পারায় তিনি এরই মধ্যে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন এবং চেম্বারটিও বিক্রি করে দিয়েছেন নীলক্ষেতের এক পার্টির কাছে। এর আগে, এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে নীল রঙের একটি প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে আনা হয়। ভ্যান থেকে নামার পর তার দুই হাত...