মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতের নিঃশ্বাসে যেখানে যুক্তরাষ্ট্রের নাম মিশে থাকে, সেখানে এবার ইরান সরাসরি যুদ্ধক্ষেত্রে টেনে আনল ওয়াশিংটনের নাম। ইসরায়েল যদি নতুন করে কোনো হামলার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রেভল্যুশনারি গার্ড ক্রপসের সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহন রেজাই এই চরম সতর্কবার্তা দিয়ে বলেছেন, "ইসরায়েল যদি নতুন আঘাতের চেষ্টা করে, তখন ইরান যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনবে।" তিনি স্পষ্ট করে বলেন, যদি আর কোনো আক্রমণ হয়, ইরান তা মেনে নেবে না। আলোচনার নামে সময় দেওয়া বা ইসরায়েলকে শক্তিশালী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। একজোট সামরিক প্রস্তুতিইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামী একাধিকবার বলেছেন, দেশটির সেনারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুর যেকোনো হুমকি বা আক্রমণের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। এই একজোট থাকা ইরানের আঞ্চলিক...