নিজস্ব প্রতিবেদক : দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আয়োজিত এক যৌথ ফোনালাপে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে এই দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, “নেতানিয়াহু গভীর দুঃখের সঙ্গে স্বীকার করেন যে, হামাসকে লক্ষ্য করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এটি ইসরায়েলের পরিকল্পনার অংশ ছিল না।” বিবৃতিতে আরও বলা হয়, “জিম্মি মুক্তি নিয়ে আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ওই হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। ইসরায়েল...