জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবার দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার অবস্থান দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ সময়ে ঢাকার স্কোর ১৬৬। এই স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।একই সময়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। তাদের স্কোর ২০৬। এরপর তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার ও পাকিস্তানের করাচি শহর। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৫৪।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক...