নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ, কৌশলগত সহযোগিতা এবং খনিজ সম্পদ নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং মার্কিন স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং এর ক্ষেত্রে তারা বিলম্ব করতে চায় না। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সেনাপ্রধান আসিম মুনির একটি খোলা কাঠের বাক্সে রাখা বিরল খনিজ পদার্থ ট্রাম্পের সামনে তুলে ধরেন। ছবিতে দেখা যায়, মুনির সেই বাক্সের দিকে ইঙ্গিত করছেন এবং ট্রাম্প তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, দৃশ্যত আগ্রহ নিয়ে খনিজগুলো দেখছেন। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এগুলো দেশের দুর্লভ খনিজ সম্পদের একটি ছোট নমুনা।...