অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সিরিজে চোটের মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার বদলে ডাক পেলেন জশ ফিলিপি। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের বোলিংয়ের সময় এই চোট পান ম্যাক্সওয়েল। মিচেল ওয়েলের শটে এসে লাগে তার বাহুতে। প্রচণ্ড ব্যাথায় তখনই কাতর দেখা যায় তাকে। পরে স্ক্যান করিয়ে ধরা পড়ে কবজিতে চিড়। তার এই চোট অস্ট্রেলিয়ার জন্য বড় এক ধাক্কা। দলের অভিজ্ঞতম ক্রিকেটারই শুধু নন, ব্যাটিং ও বোলিং মিলিয়ে দলীয় ভারসাম্যের জন্যও তিনি খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আরেক বড় ভরসা জশ ইংলিশ চোটের কারণে ছিটকে গেছেন আগেই। এছাড়াও এই সিরিজে তারা পাচ্ছে না প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও ন্যাথান এলিসকে। কবজিতে চিড় ধরা পড়ার পরই দেশে ফিরে গেছেন ম্যাক্সওয়েল। সেখানে একজন বিশেষজ্ঞ দেখানোর পর বোঝা যেতে পারে, তার মাঠে...