তামিলনাড়ুর করুরে পদপিষ্টের মর্মান্তিক ঘটনার পর জনরোষ ও নিরাপত্তাজনিত আশঙ্কায় অভিনেতা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। গত সোমবার তার বাসভবনে বোমা রাখার হুমকি এসেছে বলে পুলিশকে জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয়। চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে অভিনেতা বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে এবং বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই বার্তা পেয়েই পুলিশ সতর্ক হয়ে ওঠে এবং বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। উল্লেখ্য, শনিবার রাতে করুরে তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রচারসভায় পদপিষ্টের ঘটনার পরই বিজয় করুর ছেড়ে চেন্নাইয়ে চলে আসেন। এর পর থেকেই তার বাসভবনের নিরাপত্তা কঠোর...