সমঝোতা, টানাপোড়েন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশীর্বাদপুষ্ট আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলের মধ্যে ঢাকার ক্লাব কোটার ১২ পরিচালক নিয়ে যে সমঝোতার কথা শোনা যাচ্ছিল, তা কি শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে? সোমবার গভীর রাতের খবর কিন্তু এটাই। মঙ্গলবার সকালে অতিনাটকীয় ঘটনা না ঘটলে শেষ পর্যন্ত হয়তো সমঝোতার উদ্যোগ ভেস্তে যেতে পারে। আগেই জানা, ঢাকার ক্লাব ক্রিকেট কোটায় ১২ পরিচালকের মধ্যে পরিচালক বণ্টনের সমঝোতা বা ভাগাভাগির একটা প্রস্তাব এসেছে। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে তথা ক্রীড়া উপদেষ্টার সমর্থনে ৩ পরিচালক এবং তামিম ইকবালের পক্ষে ৯ পরিচালক। এই ৯ঃ৩ অনুপাতেই আলোচনা চলছিল। কিন্তু সে আলোচনাটা প্রায় ভেস্তে যাওয়ার পথে। কারণ তামিম ইকবালপন্থী বিএনপি প্যানেল থেকে গতকাল সোমবার গভীর রাতে ক্রীড়া উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, তারা আমিনুল ইসলাম...