রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) তিনি মারা যান। তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিলে রেড ক্রিসেন্ট এলাকার একটু সামনে রিক্সা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় আজ...