তের শতকের কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু জালাল উদ্দীন রুমীর বর্ণিল জীবন এবং তার সাহিত্য কর্মকে আশ্রয় করে নির্মাণ করা হয়েছে একটি নাটক। 'জালাল উদ্দীন রুমী' নামের সেই নাটকটি মঞ্চে আনছে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু; অভিনয় করছেন সুজন মাহাবুব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার সন্ধ্যায় একই মিলনায়তনে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। এ নাটকের কাহিনী গড়ে উঠেছে জালালউদ্দিন রুমীর অন্তিম প্রয়াণের শেষ এক ঘণ্টা ঘিরে। সূর্য ডোবার পর মাগরিবের নামাজের আযানের মধ্যে দিয়ে নাটক শুরু এবং আলোকিত চাঁদের জ্যোৎস্নার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি। অপূর্ব কুমার কুন্ডু বলেন, "মহাকবি ফেরদৌসি, শেখ সাদী পারস্য কাব্য সাহিত্যে স্বর্ণোর্জ্জ্বল নক্ষত্র। তাদের যোগ্য উত্তরাধিকারী জালালউদ্দিন রুমী।...