শারজায় প্রথম টি-টোয়েন্টি জিতেই ইতিহাস গড়েছিল নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে ৯০ রানের বিশাল জয়ে ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে সিরিজ। তাতে টেস্ট খেলুড়ে কোনও দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়েছে হিমালয় কন্যার দেশ। সেটিও আবার এক ম্যাচ হাতে রেখে। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে নেপাল। হাফসেঞ্চুরি করেন ওপেনার আসিফ শেখ ও সুন্দীপ জোরা। এরপর বল হাতে ১৭.১ ওভারে ক্যারিবীয়দের উড়িয়ে দেয় আইসিসি র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা দলটি। মোহাম্মদ আদিল আলম ২৪ রানে নেন ৪ উইকেট, আর লেগস্পিনার কুশল ভুর্তেল মাত্র ২.১ ওভারে ১৬ রানে তুলে নেন ৩ উইকেট। এই জয়ে নতুন রেকর্ড গড়েছে নেপাল। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে কোনও সহযোগী সদস্য দেশের এটিই সবচেয়ে...