ইসলামে নারীর অধিকার নিয়ে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আগামী বছরের শুরুতে এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করা হবে। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ ও তুরস্কের সামাজিক পরিষেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাসের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মেলনে মুসলিম পণ্ডিত ও গবেষকদের একত্রিত করে মুসলিম দেশগুলোতে নারী অধিকারের ক্ষেত্রে সেরা অনুশীলনগুলো তুলে ধরা হবে। দুই দেশ নারী সেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করতেও সম্মত হয়েছে। উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয়...