২০০৩ সালের সেই রাত যেন বলিউডের ইতিহাসে কালো হরফে লেখা। আলো ঝলমলে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে তৎকালীন সেনসেশন বিবেক ওবেরয় ফাটিয়ে দিলেন একের পর এক বিস্ফোরক বোমা। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে তুললেন সরাসরি অভিযোগ। মুহূর্তেই কাঁপতে শুরু করল বলিউডপাড়া, টকশো থেকে চায়ের টেবিল, সবখানে ছড়িয়ে পড়ল সেই ঝড়। রাতারাতি বদলে গেল বিবেকের ক্যারিয়ারের গতিপথ, শুরু হলো বলিউডের এক তিক্ত অধ্যায়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই 'অপরিণত' সিদ্ধান্তের জন্য আফসোস করলেন বিবেক। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমান খানের বহু আলোচিত সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে তার নতুন সম্পর্কের।তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে যখন বিবেক এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন যে, সালমান খান নাকি...