৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম মাত্র ১০ দিন আগে উচ্ছেদের পর আবারও বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বেলপার্কে ফিরে এসেছে অবৈধ স্থাপনা। এবার শুধু বাইরে নয়, মূল পার্কের ভেতরের খেলার মাঠ ও ওয়াকওয়ের প্রবেশ পথ পর্যন্ত ভ্যানগাড়ি ও দোকান বসে গেছে। ফলে নগরবাসীর অক্সিজেন কারখানা খ্যাত এ পার্কটি আবারও দখলের মুখে পড়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রবল জনদাবির মুখে নগর প্রশাসকের নির্দেশে বরিশাল সিটি করপোরেশন রাতভর অভিযান চালিয়ে বেলপার্ক ও সন্নিহিত সড়কের সব পথখাবারের দোকান উচ্ছেদ করে। নগরবাসী এ উদ্যোগকে স্বাগত জানালেও পরদিনই উচ্ছেদকৃত দোকান মালিকরা নগর প্রশাসকের বাসভবন ঘেরাও করে পূর্বের অবস্থানে ফেরার দাবি জানান। প্রথমে প্রশাসক অনড় থাকলেও পরে সন্ধ্যা ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান বসানোর সাময়িক অনুমতি দেন। তখন শর্ত ছিল—সিটি করপোরেশনের...