মঙ্গলবার পর্দা উঠছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ১৩তম আসরের। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে এবারের আসর। ভারতের মাটিতে পাকিস্তান না খেলায় সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। এবারের আসর দিয়ে দ্বিতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে বড় পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হতে চলেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। কিছুদিন আগেই আইসিসি ঘোষণা করেছিল বিশ্বকাপের প্রাইজমানি। এবারের মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার-বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা। এবারের বিশ্বকাপে খেলছে আটটি দল। স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে-বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রাইজমানি যেহেতু বাড়ানো হয়েছে, তাতে সকল অংশগ্রহণ করা দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো। এবারের বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও...