বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, ভারতে প্রবেশের অন্তত৭২ ঘণ্টা আগে অনলাইনে একটি বিশেষ কার্ড পূরণ করা বাধ্যতামূলককরা হয়েছে। কার্ডটির নামডিসেম্বারকেশন কার্ড (সংক্ষেপে D-Card)। আগে ভারতে পৌঁছে ইমিগ্রেশন কাউন্টারে এ কার্ড হাতে পূরণ করতে হতো। তবে এখন থেকে ভ্রমণের আগেই অনলাইনে বা অফিশিয়ালIndian Visa Su-Swagatamমোবাইল অ্যাপের মাধ্যমে এটি পূরণ করতে হবে। ভারত সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগ ভ্রমণকারীদের জন্য ঝামেলাহীন সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে। যাত্রীরা আগে থেকেই সব তথ্য পূরণ করে রাখলে বিমানবন্দর বা স্থলবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। সব তথ্য পূরণের পর সাবমিট করলে কার্ডটি সংরক্ষিত হবে, যা ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখাতে হবে। ভারতীয় কর্তৃপক্ষ...