সকালের শুরু থেকেই ঢাকার আকাশে তীব্র রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। তবে আকাশে রোদ থাকলেও তার মাঝে মাঝেই দেখা মিলছে মেঘের। এই তীব্র গরমের দাপট থাকলেও দুপুর গড়াতেই রাজধানীতে স্বস্তির বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি নেমে আসার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার (দুপুর ১টা পর্যন্ত) পূর্বাভাসে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। ঢাকার আবহাওয়ার পূর্বাভাসপূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল (সোমবার) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। সারা দেশের আবহাওয়ার চিত্রআবহাওয়া অধিদপ্তরের সবশেষ...