আফগানিস্তান জুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স। খবর বিবিসির। বিবিসি জানিয়েছে, তাদের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তালেবান সরকার এখন পর্যন্ত এই সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তবে একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, টেলিযোগাযোগ সেবা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। ব্যবসা ও ব্যাংকিংয়ে প্রভাব: স্থানীয় সময়...