নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তার এই পোস্টের জেরে ইতোমধ্যেই সমালোচনায় মুখর হয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ আরও অনেকে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে সাকিবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন:“মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক। কিন্তু মন থেকে চাই—জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক...