সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় বিশ্বজুড়ে 'গেম চেঞ্জার' হিসেবে পরিচিতি পাওয়া তুরস্ক এবার তাদের সামরিক সক্ষমতায় এক যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে। ন্যাটো সদস্য এবং মুসলিম বিশ্বের এই শক্তিশালী দেশটি প্রথমবারের মতো নিজস্ব যুদ্ধজাহাজ থেকে নিজস্বভাবে তৈরি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গরগুন শনিবার সোশ্যাল মিডিয়ায় এই সফল পরীক্ষার ঘোষণা দেন। তিনি জানান, 'সিপার ১ডি' নামের এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর ভার্টিকাল লঞ্চ সিস্টেম (মিডলাস) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সাফল্যের মাধ্যমে তুরস্ক সেই অল্প কিছু দেশের কাতারে যুক্ত হলো, যারা নিজেদের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিজেদের জাহাজ থেকে ছুড়তে সক্ষম। ব্লু হোমল্যান্ড নীতির যুগান্তকারী মাইলফলকতুরস্কের কর্মকর্তারা এটিকে তাদের 'ব্লু হোমল্যান্ড' সামুদ্রিক নীতির জন্য নৌ প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। গরগুন বলেন,...