নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে একের পর এক ইনজুরি অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে এখন বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। চোটের কারণে এবার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার জায়গায় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জোশ ফিলিপ। এই চোটের কারণে শুধু নিউজিল্যান্ড সফর নয়, অক্টোবরের শেষে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ম্যাক্সওয়েলের খেলা অনিশ্চিত। নেট অনুশীলনে বোলিং করার সময় মিচেল ওউনের একটি সোজা ড্রাইভ গিয়ে লাগে ম্যাক্সওয়েলের ডান কব্জিতে। স্ক্যান করার পর জানা যায়, তার কব্জি ভেঙে গেছে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়া বিগ ব্যাশ লিগে তিনি ফিরতে পারেন। ম্যাক্সওয়েলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সিডনি সিক্সার্স ও...