গাজা যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিপত্র তৈরি করা হয়েছে। হামাসকে তার শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দিলেন ট্রাম্প। দুই বছর ধরে হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে। গাজা স্ট্রিপ কার্যত একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে এই লড়াই বন্ধের জন্য অ্যামেরিকার মধ্যস্থতায় একটি চুক্তিপত্র তৈরি করা হয়েছে। ইসরায়েল এবং হামাস এই শর্ত মেনে নিলে যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করছে অ্যামেরিকা। ইসরায়েলেরপ্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শর্ত মেনে নিয়েছেন কিন্তু হামাস এখনো শর্ত মানতে রাজি হয়নি। তাদের অভিযোগ, ওই পরিকল্পনাপত্র ইসরায়েলের স্বার্থ দেখে তৈরি করা হয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু এবং তিনি হামাসকে ওই চুক্তির শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। হামাস ওই শর্ত মেনে নিলে গাজা যুদ্ধ বন্ধ হবে বলে...