ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮৪ জন। এর ফলে দুই বছর ধরে চলমান আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৫৫ জনে। খবর আনাদোলুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অভিযানে এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জন। বিবৃতিতে বলা হয়, নিহতদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তাহীনতার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এর ফলে শুধু...