লিওনেল মেসি এখন ক্লাব ফুটবল খেলেন যুক্তরাষ্ট্রে। এমএলএসের দল ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে খেলেছেন বেঞ্জামিন ক্রামাশ্চি। সম্প্রতি তিনি ধারে খেলতে গেছেন ইতালির ক্লাব পার্মাতে। সেখানে এখনও ম্যাচ না খেললও, এমএলএসে এই মৌসুমেও মেসির সঙ্গে মায়ামির হয়ে খেলেছেন ২২ ম্যাচ। সেই ক্রামাশ্চি এবার হ্যাটট্রিক করলেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। তার হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্র ৯-১ গোলে হারিয়েছে নিউ সেলেডোনিয়াকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে ৯ গোল করা চতুর্থ দল হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলকে এবার নেতৃত্ব দেওয়া ক্রামাশ্চি গোল করেছেন প্রথমার্ধের ২, ৪ ও ৩৭ মিনিটে। অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক করা যুক্তরাষ্ট্রের তৃতীয় খেলোয়াড় ক্রামাশ্চি। তবে...