সংযুক্ত আরব আমিরাত বিশ্বব্যাপী মেধাবী ব্যক্তি, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের আকর্ষণের লক্ষ্যে ভিসা নীতিমালায় ব্যাপক সংস্কার ঘোষণা করেছে। দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নতুন চার ধরনের ভিজিট ভিসা চালুর পাশাপাশি বিদ্যমান ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মেও পরিবর্তন এনেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে গতিশীল করা। আইসিপি-র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের প্রতি আমিরাতের উন্মুক্ত দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তি, বিনোদন ও পর্যটন খাতে দক্ষ জনশক্তি আকর্ষণের প্রচেষ্টার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আমিরাতে বসবাস, কাজ বা ব্যবসা করতে ইচ্ছুকদের জন্য সবকিছু সহজ হয়। এতে জীবনযাত্রার মানোন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। ১. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ ভিসা: প্রযুক্তি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় এআই...