নিউ ইয়র্কে শেষ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ ফটোগ্রাফি বিভাগের প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী ‘ইকোস অব পিস’। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনী হয় জ্যামাইকার হিলসাইড এভিনিউ পিস সেন্টারের সেইভ দ্য পিপল অডিটোরিয়ামে। প্রদর্শনীতে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, গ্রামীণ জীবন, মানুষের সংগ্রাম এবং ধর্মীয় সহাবস্থানের ৪০টি আলোকচিত্র স্থান পায়। শান্তি ও মানবতার বার্তা বহনকারী এসব ছবি দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএন ইন্টারফেইথ লিডার ও হেইওয়া পিস অ্যান্ড রিকনসিলিয়েশন ফাউন্ডেশন অব নিউ ইয়র্ক–এর প্রেসিডেন্ট তোশিকাজু কেনজিত্সু নাকাগাকি। তিনি বলেন, “প্রদর্শনীর ছবিগুলো শুধু নান্দনিকতার জন্য নয়, বরং শান্তি, মানবিকতা ও সম্প্রীতির শক্তিশালী বার্তা বহন করেছে।” নিউ ইয়র্কের শ্রী চিন্ময় সেন্টারের পরিচালক মহাতপা পালিত বলেন, “পৃথিবীতে অশান্তির মূল কারণ...