পহেলা বৈশাখে 'আনন্দ শোভাযাত্রা'র মধ্য দিয়ে বাংলাদেশের সব জাতিগোষ্ঠীকে ‘একত্র করার কথা’ বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরামে তুলে ধরেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, "সম্প্রতি আয়োজিত আনন্দ শোভাযাত্রা; যেখানে সব জাতিগোষ্ঠীকে একত্রে নববর্ষ উদযাপনে যুক্ত করা হয়েছে, যা গত ৫৪ বছরে হয়নি।" ধর্মীয় উৎসবকে ঘিরে বাংলাদেশ সরকার ‘নিরপেক্ষ সাংস্কৃতিক নীতি’ অনুসরণ করছে বলেও সেখানে জানিয়েছেন ফারুকী। তিনি বলেন, "এ বছর দুর্গাপূজা, ঈদ ও বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে নেওয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ তার প্রমাণ।" সোমবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ বার্সেলোনায় তিন দিনব্যাপী বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরামের উদ্বোধন করেন। বিশ্বের সাংস্কৃতিক নীতি নির্ধারকদের সবচেয়ে বড় এ সমাবেশ বুধবার শেষ হবে। এই আয়োজনে বিশ্বের শতাধিক সংস্কৃতি মন্ত্রী ও নীতি নির্ধারকেরা অংশ নিয়েছেন করছেন; বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।...