এশিয়া কাপের এবারের আসর মাঠের লড়াইয়ের চেয়েও বেশি উত্তাল ছিল ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে সৃষ্টি হওয়া রাজনৈতিক রেশারেশি এবং নাটকীয়তায়। একসময়কার কোহলি-শাদাবের মতো খেলোয়াড়দের মাঠের বাইরের বন্ধুত্ব ছিল এই রাইভ্যালরির সৌন্দর্য। কিন্তু এবারের এশিয়া কাপে সেই রঙিন ছবিটি যেন ছাপিয়ে গেছে সকল মাত্রা, যেখানে খেলোয়াড়দের হাত না মেলানো থেকে শুরু করে পুরস্কার বিতরণী মঞ্চ বর্জন পর্যন্ত ঘটনা ঘটেছে। গ্রুপ পর্বের নাটক: হাত না মেলানো ও দরজা বন্ধনাটকের শুরু ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে। টসের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ফিরে আসেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচ জেতার পরও ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের সৌজন্যতা দেখাননি। সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে যখন ভারতীয়রা পাকিস্তানের অধিনায়ক সালমান আগা-সহ ক্রিকেটাররা যেন তাদের ড্রেসিং রুমে না আসতে পারেন, সেজন্য দরজা বন্ধ করে দেন।...