সরকারের ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে বিক্রি করা সারের ওপর উৎসে কর নির্ধারণ না করার দাবি জানিয়েছেন নওগাঁর বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) সার পরিবেশকরা। তাদের মতে, এটি করা হলে সারের বাজার অস্থিতিশীল হবে ও স্থানীয় পর্যায়ে সারের দাম বৃদ্ধি পাবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন, ১৯৯৫-৯৬ সাল থেকে বিসিআইসি সার ডিলাররা সুষ্ঠুভাবে সার সরবরাহের দায়িত্ব পালন করে আসছেন। তারা তাদের বরাদ্দের শতভাগ সার উত্তোলন করেন। বর্তমানে সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও নওগাঁতে ইউরিয়া সার ১ হাজার ২৯০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে...