নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে বড় ধরনের উত্তেজনা ও বাংলাদেশী নেতাদের হেনস্থার ঘটনা প্রকাশ । আওয়ামী লীগের একটি পরিকল্পনার অংশ হিসেবে মানবাধিকার কর্মীদের আড়ালে বিভিন্ন দেশ থেকে লোক জড়ো করা হয়। জুলাই বিপ্লবে ক্ষমতা হারানো দলটির (আওয়ামী লীগ) পতিতা সরকার প্রধান শেখ হাসিনা নিয়মিত অনলাইন বৈঠকে ও ভিডিও কলে উস্কানিমূলক বক্তব্য দেন। ভাইরাল হওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, "কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরতে না পারে" এবং "ওদের একটাকেও আমি ছাড়বো না"। আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ঠিকভাবেই এগোচ্ছিল, সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপের ঘটনার পর তা হোঁচট খায়। এই ঘটনায় আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবী ও নেতাকর্মীরা হতাশ হন। আক্তার জানান যে, তিনি বিমানবন্দরের কাছাকাছি থানায় পুলিশের কাছে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে, যারা সেদিন...