বাংলাদেশে শুরু হয়েছে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS Survey)। এই জরিপকে বলা হচ্ছে জমির মালিকদের জন্য শেষ সুযোগ— আগে করা ভুল রেকর্ড (CS, SA, RS) সংশোধনের। জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে জমির মালিকদের এখনই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। 1️⃣ সব কাগজপত্র গুছিয়ে রাখুন➡️ দলিল, খতিয়ান, নামজারি (মিউটেশন), কর রশিদ, উত্তরাধিকার সনদসহ সব প্রমাণ একসাথে রাখুন। জরিপ টিম চাইলে যেন সঙ্গে সঙ্গে দেখাতে পারেন। 2️⃣ জমির দখল নিশ্চিত করুন➡️ শুধু কাগজ নয়, জমির বাস্তব দখলও জরুরি। ফাঁকা বা অন্যের দখলে থাকলে মালিকানা রেকর্ডে সমস্যা হবে। 3️⃣ সঠিক তথ্য প্রদান করুন➡️ জরিপ কর্মকর্তাকে ভুল বা ভুয়া তথ্য দিলে ভবিষ্যতে জটিলতা তৈরি হবে। আসল তথ্যই দিন। 4️⃣ প্রতিবেশীর সঙ্গে সীমানা মেলান➡️ পাশের জমির মালিকদের সঙ্গে সীমানা নির্ধারণ করে নিন।...