এ ঘটনার প্রতিকার চেয়ে শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালনও করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, রড ছাড়াই নিম্নমানের পুরাতন ইট ও লোকাল বালু ব্যবহার করে নামমাত্র গাইড ওয়াল দিয়ে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছে। যে কারণে তা ভেঙে গেছে। মানববন্ধনে অংশ নেওয়া জয়পুরা গ্রামের আলেয়া খাতুন ও আবু তাহের বলেন, সেতু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগন্তির অবসান হয়েছিল। কিন্তু অল্পদিনেই সড়ক ভেঙে যাওয়ায় ফলে দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করতে পারছে না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। স্থানীয় শিক্ষার্থী রবিন ও রাসেল বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল ও কলেজে যাতায়াতে নানা সমস্যার পাশাপাশি অনেক সময় ভাঙা স্থানে পড়ে পোশাক নষ্ট হচ্ছে। এছাড়া শুধু সংযোগ সড়ক নয় সেতু নির্মাণেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয় আল আমিন ও আমিরুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণের শুরুতেই...