নেপালের অন্তর্বর্তী সরকার দেশটিতে সম্প্রতি সংঘটিত সহিংসতার তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিসহ চার শীর্ষ সাবেক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আয়ারলের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর থেকে তরুণদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। অর্থনৈতিক সংকট ও দুর্নীতির অভিযোগে ক্ষোভ বাড়তে থাকায় আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতিতে সরকারি দমন-পীড়নে অন্তত ৭৩ জন নিহত হন। সংসদ ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত সরকার ক্ষমতাচ্যুত হয়। সাবেক প্রধানমন্ত্রী অলি ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা ও আরও দুই জ্যেষ্ঠ আমলার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ২০২৬ সালের মার্চে...