বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনেক উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার মাঠ কিছুটা ফাঁকাই থাকছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সোমবার যাচাই-বাছাই শেষে প্রকাশিত হয় প্রাথমিক তালিকা। ২৩টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র তুলেছিলেন ৬০ জন কাউন্সিলর। জমা পড়েছিল ৫১টি। যাচাই-বাছাই শেষে বৈধ হয়েছে ৪৮টি মনোনয়ন। বাদ পড়েছে তিনটি। বাতিল হওয়া নামের তালিকায় আছেন ঢাকা বিভাগের আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম। আজ বাতিল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শুনানি শেষে প্রার্থিতা ফিরেও পেতে পারেন। যেখানে আমিনুল ও নাজমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সেখানে আরেক সভাপতি প্রার্থী তামিম ইকবালের ক্যাটাগরিতে ভোট হলে তার পরিচালক হওয়ার সম্ভাবনাই কমে যাচ্ছে। ক্লাবের পক্ষ আগে একত্রিত ছিল বলে ধারণা করা...