কে-পপ ব্যান্ড বিটিএস তারকা ভি দক্ষিণ কোরিয়ার সিউলে চিওংদাম-ডংয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। যার বাজার মূল্য ১৪ দশমিক ২ বিলিয়ন ওন বা প্রায় ১০ দশমিক ১ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ কোটি টাকারও বেশি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর তিনি ২৭৩ দশমিক ৯৬ বর্গমিটার আয়তনের এই অ্যাপার্টমেন্টের কেনার সব প্রক্রিয়া শেষ করেছেন। ৫টি শয়নকক্ষ ও তিনটি বাথরুম বিশিষ্ট অ্যাপার্টমেন্টটি কোনো মর্টগেজ ছাড়াই সম্পূর্ণ নগদে কেনা হয়েছে। গত মে মাসে এর চুক্তি স্বাক্ষর হয়। এবার টাকা পরিশোধের পর মালিকানা হস্তান্তর করা...