৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে ‘জেন জি’ আন্দোলন নতুন মাত্রায় পৌঁছেছে। বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশের সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত দেশটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত বৃহস্পতিবার থেকে রাজধানী আন্তানানারিভোতে শুরু হওয়া ‘জেন জি’ আন্দোলন দ্রুত আটটি শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ–জ্বালানি বিভ্রাট ও সাধারণ জনজীবনে অস্বস্তির কারণে রাস্তায় নেমে সরকার পদত্যাগের দাবি তুলেছিলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জানান, তিনি প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং পুরো সরকার ভেঙে দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন...