বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীর আজ (মঙ্গলবার) তৃতীয় দিনের মতো জবানবন্দি দেবেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ জবানবন্দি দেবেন তিনি। ট্রাইব্যুনালে অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আরও পড়ুনআন্দোলন দমনে দেশে ৩ লাখ ৫ হাজার গুলি ছুড়েছিল পুলিশশেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর দ্বিতীয় দিনের জবানবন্দি আজএর আগে, সোমবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের জবানবন্দি পেশ করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনামসহ বিভিন্ন পত্রিকা কাটিং উস্থাপন করেন। ২০০৯ সালের জানুয়ারি মাস...