সম্প্রতি ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে দেখা মিলছে ছোট্ট এক ‘দুর্গা’র। ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোরেল স্টেশনে হেঁটে বেড়াচ্ছেন দেবী দুর্গা। ভীষণ ব্যস্ত তাঁর ভঙ্গি। যেন ট্রেন ধরতে পারলেই হলো। টুকটুকে লাল বেনারসি শাড়ি, গলায় মালা, মাথায় মুকুট আর খোলা চুলের দুই পাশে দুটি লাল গোলাপে সেজেছেন দুর্গা। হাতে-পায়ে আলতা আঁকা, কপালে তাঁর ত্রিনয়ন। কোমরের বন্ধনীতে গুঁজেছেন একগুচ্ছ পদ্মফুল। ছোট গণেশকে নিয়েছেন কোলে। যাচ্ছেন বাবার বাড়ি। তাই সঙ্গে নিয়েছেন জামাকাপড়ভর্তি ছোট্ট এক নীল স্যুটকেস।স্টেশনে পৌঁছে লোকের ভিড়ে খানিকটা যেন বিরক্তও হয়েছেন ছোট্ট দেবী। ট্রেনে উঠতে গিয়েও হিমশিম খাচ্ছেন। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে গেছেন ঘুমিয়ে। কাণ্ড দেখে অবাক বনে গেছেন অন্য যাত্রীরাও। দেবী দুর্গার আগমনীর সাজে এই ছোট্ট মেয়েটির নাম তর্জনী সাহা। ডাকনাম রুদ্রী। বয়স সাড়ে চার বছর। মেয়ের রুদ্রীর জন্মের পরপরই...