নিজস্ব প্রতিবেদক : দেশে চলমান রাজনৈতিক টানাপড়েনের পটভূমিতে ৫ আগস্ট একটি বড় ধরনের প্রতিবাদ হয়। সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন রক্ষার্থে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। এরপর রাজনীতিতে দৃশ্যপট পরিবর্তিত হয়। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস দেশের রাজনীতিতে "চালকের আসনে" বসেন । একই সময় যুক্তরাষ্ট্রের ভূমিকাও পরিবর্তন হয়— যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশ ইস্যুতে পেছনে সরে যায় বা 'দৃশ্যপট থেকে বিদায় নেয়'। এই প্রেক্ষাপটে কিছু আওয়ামী লীগপন্থী ব্যক্তি দাবি করতে থাকেন যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. ইউনুসকে "ধ্বংস" করবেন। তবে, এসব গুঞ্জনের জবাবে ড. ইউনুস পরিষ্কারভাবে জানান, তাঁর ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যার সূত্র “Chief Adviser GOB” নামের একটি অ্যাকাউন্ট। ২৭ সেপ্টেম্বর ভোর ৪:৪১ মিনিটে করা ওই পোস্টে দেখা যায়,...